শাহরুখ খানকে রাহুল গান্ধীর চিঠি

আপডেট: November 3, 2021 |
print news

বলিউডের জনপ্রি তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর অনেকেই এই তারকার পাশে দাঁড়িয়েছেন। সেই তালিকায় ছিলেন শাহরুখের সহকর্মী জনপ্রিয় বলিউড তারকা থেকে শুরু করে মহারাষ্ট্রের ক্ষমতাসীন শিব সেনা, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিসহ (এনসিপি) শাহরুখের অগণিত ভক্ত। বলিউড বাদশার এই দুঃসময়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও শাহরুখ খানকে চিঠি পাঠিয়েছিলেন।

আরিয়ান গ্রেফতার হওয়ার ছয় দিন পর ১৪ অক্টোবর শাহরুখ খানকে রাহুল গান্ধী চিঠি দিয়েছিলেন ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই সূত্র জানায়, শাহরুখকে চিঠিতে রাহুল গান্ধী লিখেছিলেন, সমগ্র দেশ আপনার সঙ্গে আছেন।

গত ২ অক্টোবর এক প্রমোদতরীর পার্টি থেকে আরিয়ানকে ‘মাদকসহ’ গ্রেফতার করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো-এনসিবি। এরপর হেফাজতে কয়েকদিন জিজ্ঞাসাবাদের পর ৮ অক্টোবর তাকে পাঠানো হয় কারাগারে।

মাদকের সেই মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর গত শনিবার ছাড়া পান ২৩ বছর বয়সী আরিয়ান।

তবে আইনি বন্দিদশা ঘুচলেও আপাতত চার দেওয়ালের ঘেরাটোপেই দিন কাটবে শাহরুখ তনয়ের। কারণ তাকে ঘিরে রয়েছে নিয়মকানুনের বেড়াজাল। তাই এখন বেশ কিছু দিন আরিয়ান মান্নাতের বাইরে পা রাখবেন না বলে জানিয়েছেন শাহরুখের সহকারী পূজা দাদলানি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর