টেকনাফ উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুই

কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। এ সময় ২০ হাজার ইয়াবা, দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কেফায়েত উল্লাহ ও কোরবান আলী। তারা রোহিঙ্গা ডাকাত ও মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‍্যাব। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, শুক্রবার ভোরে মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে- এমন খবরে অভিযানে যায় র‌্যাব। আভিযানিক দলের অবস্থান টের পেয়ে ডাকাতরা গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে কেফায়েত ও কোরবান আলীর লাশ পাওয়া যায়।ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি