সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র তাপস

আপডেট: January 13, 2022 |
print news

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) তাদের করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, আগামীকাল শুক্রবার মেয়র তার ছেলেকে নিয়ে লন্ডন যাওয়ার কথা ছিলো। এ জন্য তিনি করোনা টেস্ট করান। কিন্তু আজ তার পজিটিভ রেজাল্ট আসে। তিনি সকাল থেকে অফিস করেছেন। এখন বাসায় চলে যাচ্ছেন। তার হালকা কাশি রয়েছে।

তিনি আরও জানান, এর আগে তার দুই ছেলে করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

এর আগে গত ৯ জানুয়ারি মেয়র তাপসের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর