সুপ্রিম কোর্টে হেরে গেলেন ইমারন খান: অনাস্থা ভোট শনিবার

আপডেট: April 7, 2022 |

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। তার বিরুদ্ধে পার্লামেন্টে শনিবার অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দেয় দেশটির সর্বোচ্চ আদালত। দেশটির সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার রাতে রায় ঘোষণা করে।

সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, প্রধানমন্ত্রীর অধিকার নেই রাষ্ট্রপতিকে বিধানসভা ভাঙার পরামর্শ দেওয়ার।

আজ পর্যন্ত করা সমস্ত সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটের অনুমতি দিতে জাতীয় পরিষদের স্পিকার আসাদ কাসিরকে শনিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় অধিবেশন আহ্বান করার নির্দেশ দিয়েছে পাকিস্তানের শীর্ষ আদালত।খবর জিও নিউজ।

রায়ে আরো বলা হয়, যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হয়, তাহলে বিধানসভা নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবে।

পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল এর আগে বলেছিলেন যে, জাতীয় স্বার্থ এবং বাস্তব সম্ভাবনা দেখেই আদালত সিদ্ধান্ত নেবে।

এ রায়কে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। আদালতের বাইরে মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশ

Share Now

এই বিভাগের আরও খবর