নতুন টাকা পাওয়া যাবে ২০ এপ্রিল থেকে

আপডেট: April 7, 2022 |

দেশে প্রতি ঈদেই বাড়ে নতুন টাকার চাহিদা। এবার ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি মাসের ২০ তারিখ থেকে গ্রাহকরা সংগ্রহ করতে পারবেন এ নতুন টাকা।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ২৮ এপ্রিল পর্যন্ত নতুন নোট বিনিময় করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রমজানে ব্যাংকিং সময়সূচির আলোকে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন সময়ে নোট বিনিময় করা যাবে। একজন ব্যক্তি ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের একটি করে বান্ডেল তথা ১০০টি করে মোট ১৮ হাজার টাকা পর্যন্ত নেওয়ার সুযোগ পাবেন।

Share Now

এই বিভাগের আরও খবর