‘ইউক্রেনে সংঘটিত ‘যুদ্ধাপরাধ’ ইতিহাস ক্ষমা করবে না’

আপডেট: April 20, 2022 |

ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেছেন, ইউক্রেনে সংঘটিত যুদ্ধাপরাধ ইতিহাস ক্ষমা করবে না। বুধবার এক টুইট বার্তায় তিনি এই মন্তব্য করেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউরোপীয়ান কাউন্সিলের প্রধান একটি ছবি পোস্ট করেছেন। এতে তাকে ইউক্রেনে দেখা গেছে।

টুইটারে তিনি লিখেছেন, বুচাসহ ইউক্রেনের আরও অনেক শহরে সংঘটিত যুদ্ধাপরাধ ইতিহাস কখনো ক্ষমা করবে না। ন্যায়বিচার ছাড়া শান্তি প্রতিষ্ঠা হতে পারে না।

রাশিয়া ইউক্রেনে বেসামরিক নাগরিকদের টার্গেট করার তথ্য অস্বীকার করছে। কিন্তু যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন বলছে, তাদের রিপোর্টার সরেজমিনে ইউক্রেন সফর করে গণহত্যার প্রমাণ পেয়েছেন।

ইউরোপীয় কাউন্সিলের প্রধান এর আগে গতকাল ইউক্রেনের ট্রেন স্টেশনে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন— স্বাধীন এবং গণতান্ত্রিক ইউরোপের হৃদয়ে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর