বৃহস্পতিবার রাজধানীর কোন এলাকায় কখন লোডশেডিং

আপডেট: July 28, 2022 |
Boishakhinews24.net 340
print news

বিদ্যুতের ঘাটতি কমাতে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা চালু হয়েছে। কোন এলাকায় কখন লোডশেডিং তার সময়সূচি আগেই জানিয়ে দেয়া হয়।

নিয়ম অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ জুলাই) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) লোডশেডিং শুরু করবে সকাল ১০টায়। চলবে রাত ১০টা পর্যন্ত। আর দুপুর ১২টা থেকে লোডশেডিং শুরু করবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডও (ডেসকো)।

জ্বালানি সাশ্রয়ে উচ্চব্যয়ের ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের পর সরবরাহ সংকটে দেশজুড়ে গত বুধবার (১৯ জুলাই) থেকে প্রতিদিন সূচি ধরে এক ঘণ্টা করে লোডশেডিং শুরু হয়।

এর আগে ১৮ জুলাই লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ওই সভা শেষে জানান, খরচ কমাতে বিদ্যুৎ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্ত সাময়িক। বিশ্ব পরিস্থিতির উত্তরণ হলে আগের অবস্থানে ফিরে আসা হবে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজধানীর কোন এলাকায় লোডশেডিং হবে, এর সূচি দিয়েছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)।

নিচের লিংকে বৃহস্পতিবারের লোডশেডিংয়ের এলাকাভিত্তিক তালিকাগুলো:

ডেসকোর লোডশেডিংয়ের তালিকা

ডিপিডিসি লোডশেডিংয়ের তালিকা

ওজোপাডিকো লোডশেডিংয়ের তালিকা

নেসকো লোডশেডিং তালিকা

বিআরইবি লোডশেডিং তালিকা

Share Now

এই বিভাগের আরও খবর