ময়মনসিংহে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন

আপডেট: August 5, 2022 |

ময়মনসিংহে আজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে।

এ উপলক্ষে সকালে নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

পরে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, জেলা প্রশাসক এনামুল হক, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তি যোদ্ধা সংসদ, আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতা র্কমী, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ পুস্পস্তবক অর্পণ করেন।

এদিকে দিনের অন্যান কর্মসূচির মধে রয়েছে শেখ কামালের জীবন কর্মনিয়ে আলোচনা সভা, স্মৃতি চারণ, কোরান খানি দোয়া, মিলাদ মাহফিল ও জীবন ভিত্তিক প্রামাণ চিত্র প্রর্দশন, যুবকদের মাঝে গাছের চারা বিতরণ ও প্রীতি ফুটবল, ভলিবল ও ক্রিকেট প্রতিযোগিতা। -বাসস

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর