বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট: August 8, 2022 |
print news

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক শাকিলের (১৯) মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের হাসেম আলী শেখের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিকেলে বিয়ে বাড়িতে সাউন্ডবক্স বাজানোর জন্য বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় ওই যুবক। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় রাতেই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর