ফরিদপুরে জমিয়তে উলামায়ে ইসলামের বিক্ষোভ সমাবেশ

আপডেট: August 19, 2022 |
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধিঃ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং লোডশেডিং এর প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি হযরত মাওলানা মুফতি কামরুজ্জামান এর সভাপতিত্বে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, দব্যমূল্যের ঊর্ধ্বগতি, অব্যাহত লোডশেডিং এর প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, সহ-সভাপতি মাহবুবুল হাসান তারেক, সাংগঠনিক সম্পাদক মুফতি তাজুল ইসলাম, মাওলানা মুনসুরুল ইসলাম। এ সময় দলের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জ্বালানি তেলের মূল্য, দব্যমূল্যের ঊর্ধ্বগতি, অব্যাহত লোডশেডিং এর কারণে জনগণের দুর্ভোগের কথা তুলে ধরেন এবং সরকারকে ব্যাপারে হস্তক্ষেপ করা দাবি জানান।

Share Now

এই বিভাগের আরও খবর