ইমরান খানের বিরুদ্ধে এজাহার দায়ের, যেকোনো মুহূর্তে গ্রেফতার!

আপডেট: August 22, 2022 |
print news

সন্ত্রাসবিরোধী আইনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। বিচারপতি ও দুই পুলিশ কর্মকর্তাকে হুমকি দেয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে ইসলামাবাদের মারগাল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইনের সাত নম্বর ধারায় এজাহার দায়ের করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, সম্প্রতি এফ-৯ পার্কে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সভায় ইমরান পুলিশ কর্মকর্তাদের হুমকি দিয়েছেন। রেহাই পাননি এক নারী দায়রা বিচারকও। উস্কানিমূলক ভাষণ দেয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

প্রসঙ্গত, শনিবারের ভাষণে ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের উদ্দেশে ইমরানকে বলতে শোনা যায়, ‘তোমাদের ছেড়ে দেব না!’ এরপরই রোববার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানান, পুলিশ এবং বিচারককে হুমকি দেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা ভাবছে পাকিস্তান সরকার। এরপরই এজাহার দায়ের করা হলো।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর