মিয়ানমারে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত গ্রেপ্তার

আপডেট: August 25, 2022 |
print news

মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুন থেকে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ভিকি বোম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানান, বোম্যান ও তার মিয়ানমারের নাগরিক স্বামীকে গত বুধবার নিজ বাড়ি থেকে অভিবাসনসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়।

ভিকি বোম্যানকে নিয়ম অনুযায়ী কনস্যুলার সহায়তা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে মিয়ানমারের ব্রিটিশ দূতাবাসের পক্ষ থেকে। জানা গেছে, দেশটিতে মিয়ানমার সেন্টার ফর রেসপনসিবল বিজনেস (এমসিআরবি) নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করতেন বোম্যান।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর