ইবিতে সায়েন্স ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

আপডেট: October 15, 2022 |

মোস্তাক মোর্শেদ ইমন, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে সায়েন্স ক্লাব।

শনিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের ১৪০ নম্বর কক্ষে সংগঠনটির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তাদের কার্যক্রন শুরু করে।

ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের সামনে সকাল ১১ টার দিকে ইবি সায়েন্স ক্লাবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন সহ সায়েন্স ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

উদ্বোধনের পর ফলিত বিজ্ঞানের ১৪০ নম্বর কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান আলী, অধ্যাপক ড. মিনহাজুল হক, সহযোগী অধ্যাপক ড. খালিদ হাসান, সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, রাবি সায়েন্স ক্লাবের সভাপতি আবিদ হাসান।

ইবি সায়েন্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন তারেক আজিজ ও তাপসী রাবেয়া।

এসময় অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, সায়েন্স আমাদের জীবনের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত। একটা সময় মানুষ বিজ্ঞানের তেমন কিছু বুঝতনা। সাধারণ রোগে তারা মারা গেছে। এখন বিজ্ঞান অনেক দূরে পৌছে গেছে। আরো উন্নত হয়েছে। আজ আমরা আমাদের সামগ্রিক কাজে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করি। এমনকি বড় বড় অর্থনৈতিক প্রতিষ্ঠানে ব্যবহৃত যন্ত্র সব সায়েন্সের আবিষ্কার। জীবন রক্ষাকারী পেনিসিলিন ও সায়েন্সের কল্যাণ। আমরা কতটা সায়েন্সের উপর নির্ভরশীল। তাই এই সায়েন্স ক্লাবের কাজ হবে সবাইকে বিজ্ঞান মনস্ক করা তার সাথে ব্যবহারিক কাজে বিজ্ঞানের অনুশীলন করা।

এর আগে, ২ অক্টোবর আংশিক কমিটি ঘোষণার মাধ্যমে ইবি সায়েন্স ক্লাবের সূচনা ঘটে।

Share Now

এই বিভাগের আরও খবর