আজ রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটে আরপিভি স্থাপন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট: October 19, 2022 |

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১৯ অক্টোবর) সকালে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) দ্বিতীয় ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভ্যাসেল (আরপিভি) স্থাপন কাজ উদ্বোধন করবেন।

এদিন সকাল ১০ টায় গণভবন থেকে পাবনার রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের ওই ইউনিটটিতে আরপিভির স্থাপন ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান আরএনপিপি’তে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আগামীকাল রিঅ্যাক্টর প্রেসার ভ্যাসেলের স্থাপনের মধ্য দিয়ে আরএনপিপি’র দ্বিতীয় ইউনিটে বড়ধরনের পারমানবিক যন্ত্রপাতি স্থাপনের কাজ প্রায় সম্পন্ন হবে।

তিনি জানান, প্রকল্পের কাজ এগিয়ে চলেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন হবে বলে ধারনা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, দ্বিতীয় ইউনিটে অবকাঠামোতে রিঅ্যাক্টর প্রেসার ভ্যাসেল স্থাপনের মধ্য দিয়ে সব ধরনের পারমানবিক যন্ত্রপাতি স্থাপন কাজ শেষ হবে। আরএনপিপি বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবে রূপ দিচ্ছেন। রুশ আনবিক শক্তি সংস্থা- রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকবেন। রূপপুর প্রকল্পে বাংলাদেশি এবং রাশিয়ার কর্মকর্তাগন এ জন্য সকল ধরনের প্রস্তুতি কাজ ইতোমধ্যেই সম্পন্ন করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১০ অক্টোবর আরএনপিপি’র প্রথম ইউনিটে আরপিভি’র উদ্বোধন করেন। এটির নির্মাণ কাজ সম্পন্ন হলে, বাংলাদেশ হবে পারমানবিক জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনকারি পারমানবিক বিদ্যুৎকেদ্রের অধিকারী বিশ্বের ৩৩তম দেশ। প্রকল্প পরিকল্পনা অনুযায়ি, ২০২৩ সালে পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। ২০২৪ সালে দ্বিতীয় ইউনিটও অনুরূপ বিদ্যুৎ সরবরাহ করবে।

বাংলাদেশ পারমানবিক শক্তি কমিশন রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় রূপপুর প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প কাজ বাস্তবায়নে জনশক্তি প্রশিক্ষনসহ মোট ব্যায় হচ্ছে ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৯৯ শতাংশ অর্থায়ন করছে রাশিয়া। বর্তমানে প্রকল্পে ৩৩০০০ লোক কাজ করছে। এদের মধ্যে ৫৫০০ জন বিদেশি নাগরিক।

সূত্র: বাসস

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর