সন্ধ্যায় বড়দিনের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

আপডেট: December 25, 2022 |
print news

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আজ বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শুভেচ্ছা বিনিময় করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের জন্য আয়োজিত এই অভ্যর্থনা অনুষ্ঠানটি আজ সন্ধ্যায় ৭টায় বঙ্গভবনের গ্যালারি হলে শুরু হবে।’

অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধান যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
বঙ্গভবনের এই মুখপাত্র আরও বলেন, বঙ্গভবনে ৩০ জনের মতো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সংশ্লিষ্ট আইনপ্রণেতা ও সচিবগণ, বিদেশি মিশনের কয়েকজন রাষ্ট্রদূত এবং প্রতিনিধি, খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতারা এতে অংশ নেবেন।

Share Now

এই বিভাগের আরও খবর