নাটোরে বাল্যবিবাহ প্রতিরোধে সভা অনুষ্ঠিত

আপডেট: February 9, 2023 |
inbound1594513302907155202
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: বাল্যবিবাহ প্রতিরোধে ষ্টেকহোল্ডারদের সভা অনুষ্ঠিত হয়েছে নাটোরে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়নের মাধ্যমে দেশের কাংখিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এজন্যে বাল্যবিবাহ রোধ করতেই হবে। প্রত্যেকের উচিৎ নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা পালন করা।

ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ রওনক জাহান, সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান এবং মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ পরিচালক শারমিন শাপলা। ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সম্পাদক শিবলী সাদিক।

Share Now

এই বিভাগের আরও খবর