বগুড়ায় নোংরা পরিবেশে দই-মিষ্টি তৈরি করায় জরিমানা

আপডেট: February 20, 2023 |

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় রফাত দই-মিষ্টি কারখানায় অভিযান চালিয়ে নোংরা পরিবেশে দিই-মিষ্টি প্রস্তুতের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপর খাদ্য কর্তৃপক্ষ।

আজ ২০ ফেব্রুয়ারী (সোমবার) দুপুরে বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় অবস্হিত রফাত দুই-মিষ্টি ঘর প্রতিষ্ঠানটির কারখানায় এই অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন বগুড়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপর খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য অফিস এবং জেলা পুলিশ।

এসময় প্রতিষ্ঠানটির মালিক নুর ইসলাম এই জরিমানা দেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, রফাত দই-মিষ্টি ঘর অপরিস্কার- অপরিচ্ছন্ন, নোংরা পরিবেশে দুই-মিষ্টি প্রস্তুত করে আসছিল। দুপুরে এক অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানের মালিককে ৫০ (পঞ্চাশ)হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, এধরনের অভিযান চলমান থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর