ঝালকাঠিতে বৃদ্ধা রেহেনা তিন মাস ধরে অসুস্থ, আয়ের একমাত্র সম্বল রিক্সাটি বিক্রি

আপডেট: March 9, 2023 |
Boishakhinews24.net 138
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরের নতুন চর (পৌরসভার খেয়াঘাট) এলাকায় ভাড়ার খুপড়ির ঘরে চরম মানবেতর ভাবে বসবাস করছেন একজন হতদরিদ্র রিক্সা চালক সাহেব আলী ও তার স্ত্রীর। হতদরিদ্র রিক্সা চালক  সাহেব আলী ক’দিন স্ত্রীর ওষুধপত্র চালিয়েছিলেন। এখন সেই অর্থও শেষ।

সংসারে আয়ের উৎস হিসেবে ছিলো পুরাতন একটি রিকশা স্ত্রীর সুস্থতার জন্য সেটিও বিক্রি করে অর্থ শেষ এখন বৃদ্ধা রেহেনা বেগমের নেই ঘরে চাল-ডাল।

এখন চরম ভোগান্তির মাধ্যমে তাই আশা করছি সমাজের বিত্তবান যারা আছেন এই অসহায় হত দরিদ্র পরিবারদের দিকে আপনাদের একটু সুদৃষ্টি দিয়ে সাহেব আলীকে একটু সাহায্য করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল কারণ তার সংসারে হাল ধরার মতো আর কেউ নেই তার পাশে একমাত্র ছেলেও থাকেন অন্যত্র।।

রিকশাটি বিক্রি করে বৃদ্ধ সাহেব আলীও এখন বেকার। স্ত্রীর চিকিৎসাতো দূরে থাক এখন কীভাবে এক একটি দিন পাড় করবেনে আমিও তা ভেবে পাচ্ছিনা।

এ অসহায় দম্পতিকে যদি কোন ব্যক্তি কিংবা সংগঠনের সাহায্য করার ইচ্ছা থাকে তবে কোন ভাবেই আমার সাথে নয়, বৃদ্ধা রেহেনা বেগমের সাথে যোগাযোগ করুন।

তাঁর ফোন নম্বর (রেহেনা বেগম) ০১৭৬৭২১৯৮৮২

Share Now

এই বিভাগের আরও খবর