নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট


রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর ফায়ার সার্ভিস পায় আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে। এরপরই ঘটনাস্থলে একে একে ১৮টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।
আগুন ও ধোঁয়ার কুণ্ডলী বেড়ে যাওয়ায় পরে আরও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এখন ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।
তবে তিনি তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যবসায়ীরা। মার্কেটের সামনে তাঁদের আহাজারি করতে দেখা যায়।
ব্যবসায়ীদের কেউ কেউ নিজেদের দোকান থেকে অক্ষত মালামাল বের করে আনার চেষ্টা করছেন।