পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন,পরিকল্পনা মন্ত্রণালয়ের আগের যে কার্যক্রম আছে, তাতে পরিবর্তন আনার খুব একটা সুযোগ নেই। তবে কাজে গতি আনার চেষ্টা চলবে।’ ‘সরকার দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা এগিয়ে নিতে নির্বাচনী ইশতেহার দিয়েছে। সে ইশতেহার বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণই আমার মূল লক্ষ্য।
শনিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। এসময় তিনি আরও বলেন, ‘সরকারি কর্মকর্তাদের বেতন-ভাতা বৃদ্ধি পেয়েছে। দুর্নীতি কমে আসছে। দেশ এখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না। আগামী পাঁচ বছরে দুর্নীতির লাগাম আরো টেনে ধরা হবে।’
মান্নান বলেন, ‘সিলেট-ঢাকা চারলেন মহাসড়কের কাজ শীঘ্রই শুরু হবে। সিলেট-সুনামগঞ্জ সড়কটি জাতীয় মহাসড়কে উন্নীত করার পরিকল্পনা আছে। রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সিলেট-ঢাকা ডাবল গেজ রেললাইন স্থাপন, হাওর উন্নয়নেও আমাদের পরিকল্পনা আছে। মন্ত্রিসভায় সিলেটের পাঁচজন মন্ত্রী-প্রতিমন্ত্রী আছেন। সবাই মিলে সিলেটের উন্নয়নে যা করার করা হবে।’