জয়পুরহাটে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা

আপডেট: July 13, 2023 |
inbound5982828655600318521
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট ১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশায় জয়পুরহাট জেলার সাংবাদিকদের সাথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় নিজ বাস ভবনে জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁর সভাপতিত্বে বক্তব্য দেন জয়পুরহাট ১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁদনী বাজার পত্রিকার ব্যুরো প্রধান প্রভাষক সুমন কুমার সাহা, দফতর সম্পাদক মিজানুর রহমান টিটো, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোস্তাইন কবির তুহিন, উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান,বণিক বার্তার জেলা প্রতিনিধি মাশরেকুল আলম, এনটিভির জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ মিঠু, করতোয়ার জেলা প্রতিনিধি মোস্তাকিম ফাররোখ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, দেশ টিভি ও দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, বিটিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট ১ আসনে এমপি পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী।

সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সভাপতি যাকে মনোনয়ন দিবেন আমি তার পক্ষে কাজ করব।

তিনি তার কিছু পরিকল্পনার কথা তুলে ধরে বলেন নেত্রী যদি মনোনয়ন দেন এবং আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে সকলকে নিয়ে জয়পুরহাটে বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আউটসোর্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করা, একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, এবং একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথা জানান।

Share Now

এই বিভাগের আরও খবর