ডাক্তারের বিরুদ্ধে রোগীর স্বজনের সঙ্গে অসদাচরণের অভিযোগ

আপডেট: July 15, 2023 |
inbound1059734021294738850
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা:রোকেয়া আফরিনের বিরুদ্ধে রোগীর স্বজনের সঙ্গে অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে ।

সেবাগ্রহীতার বড় ভাই ভুক্তভোগী মো.সোহরাব হোসেন শনিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার কাছে এ লিখিত অভিযোগ দায়ের করেন ।

অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার মো. সোহরাব হোসেন তার অসুস্থ্য ছোট ভাইকে নিয়ে গত বৃহস্পতিবার সকালে মেডিসিনের ডাক্তার দেখানোর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে যান ।

সেখানে মেডিসিনের ডাক্তার না পাওয়ায় হাসপাতালের জনৈক স্টাফের পরামর্শে মেডিক্যাল অফিসার ডা:রোকেয়া আফরিনকে দেখান।

তিনি রোগী দেখে ব্যবস্থাপত্রে লিখে দেয়া ফেক্সোফেনাডিন ও মন্টিলোকাস্ট গ্রুপের ১৪টি ও ১০টির পরিবর্তে মাত্র ৬টি করে ট্যাবলেট সরবরাহ করেন।

এসময় ভুক্তভোগী ৪টি ট্যাবলেট বাড়িয়ে দেয়ার জোর অনুরোধ করেন। এতে তিনি বিভিন্ন নিয়ম- নীতি দেখিয়ে অনুরোধ প্রত্যাখ্যান করেন।

এ সময় হাসপাতালের কর্তাব্যক্তিদের সাথে পরিচয়ের রেফারেন্স টানলে ডা:রোকেয়া আফরিন ভূক্তভোগীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

এমনকি কর্মকর্তাদের থোরাই কেয়ার করে রোগীর স্বজনের সাথে অসদাচরণ করেন। স্বাস্থ্য সেবা নিতে গিয়ে ডাক্তারের এমন কর্মকান্ডে ভুক্তভোগী রীতিমত হতবাক,লজ্জিত ও অপমানিত হন।

ভবিষ্যতে কোন সেবাগ্রহিতাকে যেন ডাক্তার দ্বারা হেয়প্রতিপন্ন ও অসদাচরণের শিকার না হতে হয় সে দাবী ভুক্তভোগীর।

মেডিকেল অফিসার ডা:রোকেয়া আফরিন রোগীর স্বজনের সাথে অসদাচরণের কথা অস্বীকার করে তিনি বলেন, উনি দশটি ট্যাবলেট চেয়েছিলেন।

গভর্নমেন্ট ও আমাদের হাসপাতালের নিয়ম অনুযায়ী প্রত্যেক রোগীকে ছয়টি করে ওষুধ দেয়ার কথা, আমি তাই দিয়েছি ।

সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:সৈয়দা তাসনুভা মারিয়া বলেন,লিখিত অভিযোগ পেয়েছি। আমি বিষয়টি দেখবো।

Share Now

এই বিভাগের আরও খবর