ধানমন্ডিতে চালু হচ্ছে নতুন স্টার সিনেপ্লেক্স

আপডেট: January 24, 2019 |
print news

হল নেই, হল নেই! দেশীয় সিনেমার ভরা দুর্দিনে সবচেয়ে আলোচিত বিষয় এটা। ভালো মানের হলের সংকট সিনেমা শিল্পকে দিনদিন দুর্বল করে দিচ্ছে বলে দাবি সবখানেই। সেই হতাশায় আশার ফুল ফুটিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

বসুন্ধরা সিটির পাশাপাশি এখন স্টার সিনেপ্লেক্স চালু হচ্ছে রাজধানীর ধানমন্ডিতে। নতুন বছরে সিনেমাপ্রেমী দর্শকদের জন্য এমনই নতুন সুখবর নিয়ে এলো স্টার সিনেপ্লেক্স। ধানমন্ডির সীমান্ত সম্ভার (প্রাক্তন রাইফেলস স্কয়ার)-এ চালু হচ্ছে মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’।

আগামী ২৬ জানুয়ারি যাত্রা শুরু করবে নতুন এই সিনেপ্লেক্সটি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। আরও উপস্থিত থাকবেন মিডিয়া ব্যক্তিত্ব, শো-বিজ জগতের তারকা, নির্মাতা, করপোরেট ব্যক্তিত্ব, সংবাদমাধ্যমকর্মী সহ অন্যান্য অতিথিবৃন্দ।

সীমান্ত সম্ভারের দশম তলায় নির্মিত এ সিনেপ্লেক্সে রয়েছে তিনটি হল। আর্ন্তজাতিক মানসম্পন্ন নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত অ্যাটমস ডলবি সাউন্ড সিস্টেম, সিলভার স্ক্রিনসহ একটি পূর্ণাঙ্গ মাল্টিপ্লেক্সের সব ধরণের সুবিধা থাকছে এখানে।

রাজধানীর ধানমন্ডি, জিগাতলাসহ এর আশে-পাশের এলাকার দর্শকদের সুবিধার কথা চিন্তা করে অনেকদিন থেকেই এখানে একটি সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা চলছিলো বলে জানান স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ। এবার সেই পরিকল্পনার বাস্তবায়ন হতে যাচ্ছে। দেশের কোন সিনেপ্লেক্সের এটিই হতে যাচ্ছে প্রথম শাখা। যা দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটি ইতিবাচক সংযোজন।

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘অনেক বড় পরিকল্পনার অংশ হিসেবে আমরা রাজধানীর সীমান্ত সম্ভারে নতুন মাল্টিপ্লেক্স সিনেমা হল চালু করতে যাচ্ছি। এর মধ্য দিয়ে দ্বিতীয় স্টার সিনেপ্লেক্সের যাত্রা হলো।

দর্শকদের ভালোবাসা-ই আমাদেরকে এ যাত্রায় অনুপ্রেরণা যুগিয়েছে। আমরা শুরু থেকেই দেশের দর্শকদের সিনেমা দেখার নতুন পরিবেশ উপহার দিতে চেয়েছি। তারই ধারাবাহিকতায় এগিয়ে চলছে আমাদের এই প্রয়াস। দর্শকদের ভালোবাসাকে সঙ্গী করে আমরা আরো অনেক দূর যেতে চাই।’

উল্লেখ্য, দেশের সিনেমাপ্রেমী দর্শকদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে ‘স্টার সিনেপ্লেক্স’। হলিউডের নতুন নতুন সব ছবির পাশাপাশি সুস্থধারার দেশীয় ছবিও নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে এখানে।

নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে সিনেমাপ্রেমীদের প্রিয় নাম হয়ে উঠেছে ‘স্টার সিনেপ্লেক্স’। ২০১৯ সালের মধ্যে ঢাকার উত্তরা, পূর্বাচলসহ বিভিন্ন স্থানে আরো ২০ টি হল নির্মাণ এবং পর্যায়ক্রমে দেশব্যাপী ১০০ টি হল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান মাহবুব রহমান রুহেল।

Share Now

এই বিভাগের আরও খবর