আইপিডিসি ও হুন্দাই বাংলাদেশ-এর মাঝে চুক্তি স্বাক্ষর

আপডেট: August 10, 2023 |
inbound5955683098829137215
print news

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ও হুন্দাই বাংলাদেশ (ফেয়ার টেকনোলজি)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, হুন্দাই থেকে গাড়ি ক্রয়ের জন্য আইপিডিসি থেকে অটো লোন নেওয়া গ্রাহকরা পাবেন মাত্র ৪৮ ঘন্টার মধ্যে প্রসেসিং-এর সুবিধা, আকর্ষণীয় ইন্টারেস্ট রেট এবং সুনির্দিষ্ট রিলেশনশিপ ম্যানেজার।

এই সমঝোতার আওতায় যৌথ ক্যাম্পেইন, বিশেষ ট্রেনিংসহ বিভিন্ন উদ্যোগ নিবে কোম্পানি দুটি।

চুক্তি স্বাক্ষরকালে আইপিডিসি’র হেড অফ রিটেইল বিজনেস সাভরিনা আরিফিন, হেড অফ অটো লোন এইচ.এম পারভেজ খান, ফেয়ার গ্রুপের -এর হেড অফ ট্রেজারি মো. জাহিদুল কবির, হেড অফ মার্কেটিং, জে এম তসলিম কবিরসহ উভয় কোম্পানির আরও কিছু কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর