সিলেটে তারের জঞ্জালে আগুন
সিলেট নগরীর নাইওরপুলে বৈদ্যুতিক খুঁটিতে জড়িয়ে থাকা বিভিন্ন কোম্পানির তারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রথমে স্থানীয় লোকজন ও পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে আশপাশের অফিস, ব্যবসা ও ধর্মীয় প্রতিষ্ঠান। অগ্নিকান্ডে তার পুড়ে যাওয়ায় নগরীর নাইওরপুল এলাকায় ইন্টারনেট সেবা ক্ষতিগ্রস্থ হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা পৌণে ২টার দিকে নাইওরপুল পয়েন্টের পূর্বপাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে জড়িয়ে থাকা বিভিন্ন কোম্পানির ইন্টারনেট, স্যাটেলাইট ক্যাবল ও টেলিফোনের তারের জটলায় হঠাৎ করে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। একপর্যায়ে পাশ্ববর্তী সিলেট মহানগর পুলিশ সদর দপ্তরের সামনের বৈদ্যুতিক খুঁটিতেও আগুন ধরে যায়। আগুনের তীব্রতায় ওই খুটিতে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারও বিস্ফোরিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এসময় ফায়ার এক্সট্রিংগুসার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু তাতে ব্যর্থ হয় তারা। পরে স্থানীয় ব্যবসায়ী ও লোকজন পানি নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় আধঘন্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন।
প্রসঙ্গত, অপরিকল্পিতভাবে তার টানার কারণে সিলেট নগরীতে প্রায়ই বৈদ্যুতিক খুঁটিতে ঝুলানো তারের জঞ্জালে দুর্ঘটনা ঘটে থাকে।