রমজান মাসে গরুর মাংস ৫২৫, খাসি ৭৫০ টাকা

আপডেট: May 6, 2019 |

আসন্ন রমজান মাস উপলক্ষে রাজধানীতে মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার দুপুরে নগরভবনে মাংস ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে দাম নির্ধারণ করেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

নির্ধারিত দাম অনুযায়ী, এবার রমজান মাসে দেশি গরুর মাংস বিক্রি হবে প্রতি কেজি ৫২৫ টাকায়, যা গত বছর ছিল ৪৫০ টাকা। বিদেশি গরুর (বোল্ডার) মাংস বিক্রি করতে হবে প্রতি কেজি ৫০০ টাকায়, যা গত বছর ছিল ৪২০ টাকা। মহিষের মাংস বিক্রি করতে হবে প্রতি কেজি ৪৮০ টাকায়, যা গত বছর ছিল ৪২০ টাকা। খাসির মাংস বিক্রি করতে হবে প্রতি কেজি ৭৫০ টাকায়, যা গত বছর ছিল ৭২০ টাকা।

ভেড়া বা ছাগীর মাংস নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৬৫০ টাকা, যা গত বছরও একই দামে ছিল। রমজানে সাধারণ মাংসের দোকানের পাশাপাশি বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরেও সিটি করপোরেশনের নির্ধারিত দামে মাংস বিক্রি করতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর