দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা

আপডেট: October 24, 2023 |

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: ‘আসছে বছর আবার হবে’ এই বার্তা দিয়ে মর্ত্য থেকে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। আজ শুভ বিজয়া দশমী।

দুষ্টের দমন শিষ্টের পালনের বার্তা নিয়ে মর্ত্যে আসেন দেবী। দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা।

সনাতন পঞ্জিকা মতে, সকালে দেবী দুর্গার দশমী বিহিত পূজা শুরু হবে। পূজা শেষে দর্পণ বিসর্জন করা হবে। উপবাস থেকে অঞ্জলি প্রদান করবেন ভক্তবৃন্দ।

এ বছর দেবীর আগমন ঘটেছে ঘোটক অর্থাৎ ঘোড়ায় এবং তিনি ফিরে যাবেনও ঘোড়ায়।

অশুভ বিনাশের প্রত্যয়ে গতকাল মহানবমী তিথিতে দুর্গতিনাশিনী দেবীর আরাধনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

জানা যায় নাটোরের গুরুদাসপুরে ৩৪ টি পূজা মন্ডবে দুর্গা উৎসবের পূজা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আজ বিকেল তিনটা থেকে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গা উৎসব

Share Now

এই বিভাগের আরও খবর