৩৩ দিনের ছুটিতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
আপডেট: May 16, 2019
|
পবিত্র মাহে রমজান, শব-ই-কদর, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকাল উপলক্ষে দীর্ঘ ৩৩ দিনের ছুটিতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দফতরের সেকশন অফিসার আরিফুল ইসলাম।
তিনি জানান, ১৯ মে রবিবার থেকে ১৭ জুন রবিবার পর্যন্ত অফিস ছুটি থাকবে। তবে ১৭ এবং ১৮ মে শুক্র ও শনিবার হওয়ায় এ ছুটি ১৬ মে থেকে কার্যকর হবে। এদিকে ১৬ মে থেকে ১৭ জুন সোমবার পর্যন্ত সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে।