‘ছিনতাইকারী চাঁদাবাজদের দৌড়ের ওপর রেখেছে পুলিশ’

সময়: 10:35 pm - May 24, 2019 | | পঠিত হয়েছে: 4 বার

ছিনতাইকারী ও চাঁদাবাজদেরকে পুলিশ এখন দৌঁড়ের ওপর রেখেছে। দুই মাস আগে থেকে গোয়েন্দা পুলিশ তাদের গতিপথ অনুসরণ করছে।  ফলে ঈদ সামনে রেখে এখনও বলার মতো কোনও ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটেনি।’

আজ শুক্রবার (২৪ মে) কমলাপুর রেলস্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদ সামনে রেখে এখনও বলার মতো কোনো ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটেনি। তবে তার অর্থ এই নয় যে, ছিনতাইকারী, চাঁদাবাজ, অজ্ঞান পার্টির সদস্যদের কোনো অস্তিত্ব নেই। তারা আছে, তবে পুলিশ তাদের দৌঁড়ের ওপর রেখেছে।’

তিনি বলেন, ‘দুই মাস আগে থেকে গোয়েন্দা পুলিশ ছিনতাইকারী, চাঁদাবাজ, অজ্ঞান পার্টির সদস্যদের গতিপথ অনুসরণ করছে। তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আর এই অভিযান এখনও অব্যাহত রয়েছে।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ঈদে বেশিরভাগ মানুষ গ্রামে ফিরে যাবে। তাই ফাঁকা ঢাকা ও ঘরমুখী মানুষের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

কালোবাজারি দমনের কথা উল্লেক করে ডিএমপি কমিশনার বলেন, ‘বাস, লঞ্চ, ট্রেনের টিকিট কালোবাজারি দমনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ফাঁকা ঢাকায় চুরি, ডাকাতি ঠেকাতে পুলিশের পাশাপাশি কাজ করবেন বিভিন্ন সিকিউরিটি এজেন্সির সদস্যরাও।’

Share Now

এই বিভাগের আরও খবর