রাণীশংকৈলে বৈদ্যুতিক শক লেগে শ্রমিকের মৃত্যু

আপডেট: April 17, 2024 |

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় বৈদ্যুতিক শক লেগে পরিক্ষিত রায় (৩০) নামে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের কাতিহার মন্দিরপাড়া নামক এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত পরিক্ষিত রায় ঐ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চোপড়া উত্তর পাড়া এলাকার খিরেন্দ্র চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নরেশ আমাসু রায়ের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন পরিলক্ষিত রায় সহ ৫ শ্রমিক । এ সময় পরিক্ষিত রড কাটার জন্য ড্রিল মেশিনে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে বৈদ্যুতিক শক লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা পার্শ্ববর্তী পীরগঞ্জ থানা সূত্রে জানতে পেরেছি। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।

নিহত পরিলক্ষিত রায় তার সহধর্মিণী ও ৮ মাসের সন্তান রেখে যান।

Share Now

এই বিভাগের আরও খবর