লেবাননে মুহুর্মুহু ইসরায়েলি হামলা, ৬ চিকিৎসাকর্মী নিহত

আপডেট: November 23, 2024 |
inbound682892739942349742
print news

লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এবার লেবাননে স্বাস্থ্য ইউনিট ঘিরে হামলা চালিয়েছে দখলদার দেশটি। লেবাননের উত্তর-পূর্ব এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হাসপাতালের এক পরিচালক নিহত এবং দক্ষিণে পাঁচজন প্যারামেডিক নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, ইসরায়েল তাদের চিকিৎসাকর্মীদের লক্ষ্যবস্তু করে হত্যাকাণ্ড চালাচ্ছে। এছাড়া স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করার জন্য ‘সিরিজ যুদ্ধাপরাধ’ করছে।

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান গাজার অবরুদ্ধ কামাল আদওয়ান হাসপাতালে একটি ইসরায়েলি ড্রোন হামলা চালিয়ে চারজন চিকিৎসাকর্মী এবং দুই রোগীকে আহত করার পর গাজার অবরুদ্ধ কামাল আদওয়ান হাসপাতালে লড়াইয়ের ‘অবিলম্বে সমাপ্তি’ করার আহ্বান জানিয়েছেন।

গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে সম্প্রতি হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। অবশ্য ঠিক কত দিনে এই সেনারা নিহত হয়েছেন, তা এই বিবৃতিতে উল্লেখ করেনি গোষ্ঠীটি।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ১৩৬ জন নিহত এবং প্রায় ১৪ হাজার মানুষ আহত হয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর