ছাত্রসহ ২ জনকে পুলিশে দিল বশেমুরবিপ্রবি প্রশাসন

আপডেট: December 5, 2024 |
inbound7044647903121850789
print news

তরিকুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় ফার্মেসি বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ আবু হেনা এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার কর্মচারী কালুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে প্রক্টরিয়াল বডি।

বুধবার (৪ ডিসেম্বর) রাত ১০ টায়  বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। পরবর্তীতে যথাযথ আইনি পদক্ষেপের জন্য  তাদেরকে পুলিশের কাছে সোর্পদ করা হয়।

জানা যায় বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত করার লক্ষে নিয়মিত টহল দেওয়ার সময় এক মাদক সরবরাহ কারীকে গ্রেফতার করেন প্রক্টরিয়াল বডির সদস্যরা।

তার কাছে ক্যাম্পাসে মাদকের প্রধান সরবরাহ কারীর বিষয়ে জিজ্ঞেস করলে সে আবু হেনা ও কালুর বিষয়ে বলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আবু হেনা ও ক্যাফেটেরিয়ার কর্মচারী কালুকে গ্রেফতার করা হয়।

এই বিষয়ে জানার জন্য প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবের সাথে যোগাযোগ করলে তিনি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে যোগাযোগ করতে বলেন।

একই সাথে তিনি বলেন, এখন থেকে এই সকল বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে অফিসিয়ালি বক্তব্য দিবেন। আপনারা তাদের কাছ থেকে বক্তব্য নিবেন।

তাদের পুলিশে সোপর্দের বিষয়ে জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলম বলেন,” প্রথমে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তার তথ্যের ভিত্তিতে ফার্মেসী বিভাগের শিক্ষার্থী আবু হেনা এবং ক্যাফেটেরিয়ার কর্মচারী কালুকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে সোপর্দ করা হয়েছে।”

উল্লেখ্য, গত ৩রা ডিসেম্বর মাদক বিরোধী একটি সেমিনার অনুষ্ঠিত হয়,যেখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর সহ অনকেই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থার কথা স্পষ্ট করে।

সেই সাথে মাদকের সাথে সংশ্লিষ্ট সকলকে শাস্তির আওতায় আনার কথা উল্লেখ করেন। তারই অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে।

Share Now

এই বিভাগের আরও খবর