টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীন বিদায়

আপডেট: December 11, 2024 |
inbound3553574540243228496
print news

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) টাঙ্গাইল থেকে আগত শিক্ষার্থীদের জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায়-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

এতে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন কৃতী শিক্ষার্থীদের বরণ করে নেয় সংগঠনটি।

বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১ টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ১১৬ নং রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন লোকপ্রশাসন বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী বজলুর রহমান।

এসময় ‘মেহফিল’ নামের সাংস্কৃতিক জোট কাওয়ালী পরিবেশনা করে শিক্ষার্থীদের বরণ করে নেয়।

সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান ইসলাম নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ, চারুকলা বিভাগের প্রভাষক রায়হান উদ্দীন ফকির সহ টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির শতাধিক শিক্ষার্থী।

সংগঠনটির বিদায়ী প্রবীণ শিক্ষার্থীরা বলেন, নবীনদের প্রতি একটা চাওয়া এই জেলা কল্যাণকে আগলে রাখবে।

তোমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব দাও, পাওয়ার আশা করো না। একটা সময় এই বিশবিদ্যালয়ে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিটি একটি ব্রান্ড ছিলো, তার কারণ ছিলো সকলের মধ্যে ইউনিটি।

কিন্তু বর্তমানে এই সংগঠনের কার্যক্রম নেই বললেই চলে। আমি আমার জুনিয়রদের কাছে অনুরোধ করছি তোমরা সবার মাঝে ইউনিটি বজায় রেখে চলো।

জেলা কল্যাণের উপদেষ্টা অধ্যাপক ড. অরবিন্দ সাহা বলেন, আজকে টাঙ্গাইল জেলার সকলে একসাথে কথা বলতে পারছি, আড্ডা দিতে পারছি, ঘুরতে পারছি এসবকিছুর পিছনে এই সংগঠন জড়িয়ে আছে।

আমরা যখন শুরুর দিকে আসছিলাম অবিভাবকশূণ্য ছিলো কিন্তু আজকে সেই শূন্যতা নেই। শুরুর দিকে ৪-৫ জন নিয়ে এর যাত্রা শুরু।

তিনি আরও বলেন, এই জেলার প্রোগ্রামে আসাটা আবেগের। টাঙ্গাইল জেলা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে অনেক পরিচিত যা সম্ভব হয়েছে এখানে আগত শিক্ষার্থীদের জন্যই।

যারা নবীন এসেছো তারা সবসময় জেলাকে নিজের মনে স্থান দিবে। প্রবীন যারা বিদায় নিচ্ছে তারা তাদের কর্মে আমাদের স্মরণে থাকবে। সর্বোপরি সবার প্রতি আশীর্বাদ ও দোয়া

Share Now

এই বিভাগের আরও খবর