জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

আপডেট: February 3, 2025 |
inbound6075363861788466240
print news

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ সোমবার (৩রা ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, ট্রেজারার অধ্যাপক আবদুর রব ও দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক আবদাল আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন ও শিক্ষকবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যগণ।

এ সময় প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান ও সাধারণ সম্পাদক নোমান বিন হারুন নবনির্বাচিত কমিটির সভাপতি ওজহাতুল ইসলাম ওয়াস্তি ও সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারকের নিকট প্রতীকী দায়িত্ব হস্তান্তর করেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি ওজহাতুল ইসলাম ওয়াস্তি বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে সত্য, নির্ভীক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে।

প্রেসক্লাবের সদস্যগণ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করছেন। প্রেসক্লাবকে আরও এগিয়ে নিতে সিনিয়রদের পরামর্শ ও সহকর্মীদের সহযোগিতা কামনা করছি।”

প্রধান আলোচক দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, “নতুনরা বিপ্লব করেছে তাই আমরা কথা বলতে পারছি, বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে।

দৈনিক আমার দেশ নতুন করে প্রকাশিত হয়েছে। আমি তরুণদের প্রতি কৃতজ্ঞ। পত্রিকা প্রকাশের ক্ষেত্রে কর্পোরেট মালিকানা, ব্যবসা, বিজ্ঞাপন এবং রাজনীতি গুরুত্বপূর্ণ বাধা।

এই চারটি বাধা অতিক্রম করতে পারলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা সম্ভব হবে। আমরা জুলাই গণ-অভ্যুত্থানে জাহাঙ্গীরনগরসহ সকল বিশ্ববিদ্যালয়ের বীরোচিত ভূমিকা দৈনিক আমার দেশ পত্রিকায় তুলে ধরব।”

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা শিখিয়েছেন কীভাবে অন্যের বিপদে পাশে থাকতে হয়।

বিশ্ববিদ্যালয় সাংবাদিকরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একের ভিতরে বহুদায়িত্ব পালন করছেন। আগামী দিনেও তারা তাদের দায়িত্ব যথাযথ পালন করবেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ আমাদের নিকট তুলে ধরবেন।”

Share Now

এই বিভাগের আরও খবর