বেরোবিতে ছাত্রীদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট: March 5, 2025 |
inbound8364588246172375901
print news

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি; পবিত্র মাহে রমজান উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে ছাত্রী, নারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৫ মার্চ ২০২৫) বিকেলে শহীদ ফেলানী হল সংলগ্ন মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “প্রথম রোজায় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ইফতার আয়োজনের পর চতুর্থ রমজানে ছাত্রীদের জন্য বিশেষভাবে ইফতার মাহফিলের আয়োজন করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মজীবনে সফল হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন শহীদ ফেলানী হলের প্রভোস্ট ড. মোছাঃ সিফাত রুমানা, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শেষ অংশে বিশেষ দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব রকিব উদ্দিন আহাম্মেদ। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর