মান্দায় ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট: March 10, 2025 |
inbound2778204444663624522
print news

আকতারুজ্জামান নাইম, নওগা জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় দলীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে মান্দা মমিন শাহানা সরকারী ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

আজ সোমবার সকাল ১০ ঘটিকায় মান্দা সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক খাইরুল ইসলাম রাজুর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন টি কলেজ ও মান্দা নিয়ামতপুর রোড এর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিন করে কলেজের শহীদ মিনারে এসে শেষ হয়, এর পর দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আহবায়ক খাইরুল ইসলাম রাজু।

তিনি বলেন দেশ একটি ক্রান্তিলগ্ন পার করছে বর্তমান সরকার মানুষের জান মালের নিরাপত্তা দিতে ব্যার্থ তাই অচিরেই নির্বাচন দিয়ে দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন বক্তারা।

এ সময় উপষ্হিত ছিলেন, ছাত্রনেতা, বাঁধন, পায়েল, রকি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর