ফরিদপুরে নিক্সনের সহচর ও হেলমেট বাহিনীর সদস্য গ্রেপ্তার

আপডেট: March 26, 2025 |
inbound1151029022487944618
print news

ফরিদপুরে সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিশ্বস্ত সহচর কাওসার আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী যুবলীগের হেলমেট বাহিনীর সদস্য তসলিম বিশ্বাসকেও গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই ফাহিম ফয়সাল গ্রেফতারের খবরটি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৫ মার্চ) রাত পৌনে ১২টার দিকে শহরের অনাথের মোড়ে থেকে একটি প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে কাউসার আাকন্দ ও তার সহযোগী তসলিমকে আটক করা হয়।

কাওসার আকন্দ শহরের পূর্ব খাবাসপুর মহল্লার হোটেল ব্যবসায়ী দুলাল আকন্দের ছেলে। সে বৈষম্যবিরোধী আন্দোলনে মামলার অন্যতম আসামি, রুকসুর সাবেক ভিপি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

এসআই ফাহিম জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত ৪ আগস্ট শহরের পূর্ব খাবাসপুর মোড়ের পাশে বড়ইতলায় ছাত্রলীগ-যুবলীগের হেলমেট ও হাতুড়ি বাহিনী নিরস্ত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা চালিয়ে কমপক্ষে তিনজন শিক্ষার্থীকে আটকের পর তারা বর্বরভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এতে আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থী চিরতরে পঙ্গু হয়ে এখনো সুচিকিৎসা সম্পন্ন করতে পারেনি।

এ মামলায় কাওসার আকন্দ অন্যতম আসামি। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। এছাড়া পুরো ছাত্রজনতার আন্দোলনে শহরের বিভিন্নস্থানে আন্দোলন ছত্রভঙ্গ করতে আকন্দ কাউসার তার দলবল ও অস্ত্রশত্র নিয়ে সশস্ত্র মহড়া চালায় এবং বিভিন্ন স্থানে ভয়ংকর হামলা চালিয়ে গুরুতর আহত ও হুমকিধামকি দেয় বলে পুলিশের নিকট অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর