জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আপডেট: March 26, 2025 |
inbound8434058459994523291
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  পালিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

এ উপলক্ষে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন,  অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, তৃপ্তি কণা মন্ডল, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা জামাশাতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান,  সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, আব্দুর রউফ, উজ্জল বাইনসহ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল,মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,প্রেসক্লাব, সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

Share Now

এই বিভাগের আরও খবর