সোহরাওয়ার্দী কলেজে সিওয়াইবি কর্তৃক ক্যারিয়ার বুস্টিং প্রোগ্রাম অনুষ্ঠিত 

আপডেট: April 29, 2025 |
inbound6322301992296295716
print news

আবিদ হোসেন, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি: বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এর যুব সংগঠন কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি), সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো “ক্যারিয়ার বুস্টিং প্রোগ্রাম”।

সোমবার(২৯ এপ্রিল) বেলা ১১টায় সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক শহীদ হাসান মেহেদী অডিটোরিয়ামে শাখা সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় ট্রেনিং প্রোগ্রামটি শুরু হয়। উক্ত প্রোগ্রামে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রোগ্রামে তরুণদের মধ্যে  ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে  অনুষ্ঠানের বক্তারা দিকনির্দেশনা দিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র উপাধ্যাক্ষ ড. ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক অধ্যাপক মুনির চৌধুরী, কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

ক্যারিয়ার বুস্টিং ট্রেনিং প্রোগ্রামের প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন বিডিজবস.কম এর এজিএম মোহাম্মদ আলী ফিরোজ।

প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যাক্ষ ড. ফরিদা ইয়াসমিন বলেন, সচেতন ভোক্তা গড়ে তোলে সচেতন সমাজ; আর সচেতন সমাজই একটি উন্নত জাতির ভিত্তি।

তরুণদের ভোক্তা অধিকার সম্পর্কে অধিকতর জানার এবং আইনি তথ্য ব্যবহারে দক্ষ হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন এবং উক্ত সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন বলেন, সিওয়াইবি সারাদেশে ভোক্তা অধিকার বিষয়ে সচেতন জেনারেশন তৈরি করতে চায়। একইসাথে সংগঠনের সদস্যদের আগামীর বিশ্বে নেতৃত্ব দেয়ার জন্য দক্ষ হিসেবে গড়ে তুলতে চায়।

মূল আলোচক মোহাম্মদ আলী ফিরোজ তাঁর বক্তব্যে  তরুণদের আধুনিক বিশ্বে নিজেদের কিভাবে যোগ্য করে তোলা যায় সেই বিষয়ে আলোকপাত করেন, কিভাবে একটি সঠিক সিভি লিখতে হয় এবং পাঠাতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি শাহরিয়ার ফাহিম বলেন,  আপনাদের সহযোগিতা পেলে আমরা আগামীতেও  কর্মশালা, সেমিনার ও ক্যাম্পেইনের আয়োজন করব, যাতে দেশের তরুণ সমাজ সরাসরি ভোক্তা অধিকার সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত হতে পারে।

উল্লেখ্য বেসরকারী ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।

সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৫২টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।

Share Now

এই বিভাগের আরও খবর