বগুড়ায় সাংবাদিক দয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 

আপডেট: May 3, 2025 |
inbound7470779903305283900
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ ” দৈনিক ভোরের ডাক” পত্রিকার জেলা প্রতিনিধি ও জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

০৩ মে (শনিবার) দুপুরে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় বগুড়া জেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের আয়োজনে ও বগুড়া জেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলম হাওলাদারের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন দৈনিক ইনকিলাব পত্রিকার ব্যুরো প্রধান মহসিন আলী রাজু।

বগুড়া জেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন দৈনিক জবাবদিহি পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের প্রস্তাবিত সহ-সভাপতিএসএম দৌলত, শিবগঞ্জ উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, নন্দীগ্রাম উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহমুদ, শারিয়াকান্দি উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহিদুর রহমান মিলন, শাহজাহানপুর উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শিপলু রহমান।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, সাংবাদিক তানসেন আলী মন্টু, ববিন রহমান, নব কুমার সূর্য, শাহিন আলম, সাদিকুর রহমান, আরিফ, মোরশেদুল ইসলাম রবি, শাহজাহান আলী, আনোয়ার হোসেন, সাজু মিয়া, শেখর চন্দ্র টুটুল, মিজানুর রহমান, বাকী বিল্লাহ, উৎপল কুমার মোহন্ত, রুহুল আমিন, সোহাগ আলী, হেদায়েতুল ইসলাম লিটন, এমদাদুল হক, হাফসা পারভিনসহ বগুড়া জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক ও  অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর সন্ত্রাসী হামলা স্বাধীন ও মুক্ত গণমাধ্যম চর্চায় বড় বাধা।

পাশাপাশি অনতিবিলম্বে সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

Share Now

এই বিভাগের আরও খবর