ঈদ উদযাপন করুন স্বাস্থ্যবিধি মেনে : সেতুমন্ত্রী

আপডেট: May 24, 2020 |
print news

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে জনাসমাগম এগিয়ে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ অবস্থানে থেকে ঈদ উদযাপন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

শুরুতেই মাসব্যাপী সিয়াম সাধনার পর দেশবাসীকে মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘এবারের ঈদ শেষ নয়, পরবর্তী সুরভিত সকালের, বর্ণময় ঈদের।’

ওবায়দুল কাদের বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনা সংকটে আজ বিশ্ব সমাজ আক্রান্ত। এ সংকটে সুনিশ্চিত ও নিরাপদ ভবিষ্যতের স্বার্থে জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ অবস্থানে থেকে ঈদ উদযাপন করুন।’

করোনা সংকটে সবাইকে সাহস ও মনোবল নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে অতীতের মতো এবারও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাব আমরা, ইনশাআল্লাহ।’

এ সময় মনের গহীনের আলো জ্বেলে অমানিশার আঁধার দূর করে সহমর্মিতার সহজাত বাঙ্গালির চেতনায় জাগিয়ে তোলারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর