সশস্ত্র বাহিনীতে করোনায় ৪ হাজারের বেশি আক্রান্ত

আপডেট: June 20, 2020 |
print news

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের ৪ হাজার ২৫৩ জন সদস্য আক্রান্ত হয়েছেন। শনিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, শুধু গত সপ্তাহেই সশস্ত্রবাহিনী ও তাদের পরিবারের ৭১৩ জন সদস্য কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন আটজন। মৃত্যুবরণকারী সকলেই অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য।

দেশে শুক্রবার দুপুরের আগের ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৩৮৮ জন। একই সময়ে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ২৪৩ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জনে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর