জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন কামাল লোহানী

আপডেট: June 20, 2020 |
print news

জন্মস্থানে শেষ নিদ্রায় শায়িত হবেন প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রান্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী। শনিবার (২০ জুন) কামাল লোহানীর ছেলে সাগর লোহানী এ কথা জানান।

তিনি জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার খান সনতলা গ্রামে তার (কামাল লোহানী) জন্মস্থান। সেখানে তার বাবাকে দাফন করা করা হবে এবং এক্ষেত্রে অবশ্যই সরকারি নির্ধারিত স্বাস্থ্যবিধি মানা হবে।

সাগর লোহানী বলেন, দীর্ঘদিন ধরে বাবার ফুসফুস ও কিডনিতে সমস্যা ছিল। গত ১৮ জুন তার করোনা পজেটিভ আসে। গত ১৮ জুন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কামাল লোহানীকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামাল লোহানী শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর