বান্দরবানে সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৫
আপডেট: July 7, 2020
|
বান্দরবানের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। গুলিবিদ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম পরিচয় জানা যায়নি।
তিনি জানান, সদর উপজেলার অন্তর্গত হলেও বাগমারা জায়গাটি বান্দরবান শহর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। যাতায়াত ব্যবস্থাও দুর্গম।
বৈশাখী নিউজ/ জেপা