ঢাকার আশপাশের নিচু এলাকা প্লাবিত

আপডেট: August 1, 2020 |
print news

ঢাকার চারপাশের নদীর পানি ফুলে ফেঁপে পূর্বপ্রান্তের বেশকিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। এরমধ্যে শীতলক্ষ্যা ও বালু নদীর পানি ঢুকে পড়েছে ডেমরা, নন্দীপাড়া, মাদারটেক, বাড্ডা নিচু এলাকায়। এসব এলাকার বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে আত্মিয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। বন্যাপূর্বাভাস কেন্দ্র বলছে, এসব অঞ্চলের বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

বন্যায় ঢাকার চারপাশে তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং বুড়িগঙ্গা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। পাশাপাশি থেমে থেমে চলছে মৌসুমী বৃষ্টি। এই দুটোর প্রভাবে ঢাকার নদীগুলোর পাশের নিম্নাঞ্চল প্লাবিত।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য মতে, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরবর্তী অঞ্চলই বেশি প্লাবিত। তবে বেড়িবাঁধ থাকায় ঢাকার পশ্চিমাংশ তথা গাবতলী, মীরপুর, মোহাম্মদপুর অঞ্চলে বন্যার ঝুঁকি নেই।

এদিকে ঢাকা দক্ষিণ সিটিকর্পোরেশনের ডেমরা, মাদারটেক, বাড্ডার বেশ কিছু এলাকা গত দু সপ্তাহ ধরে প্লাবিত। বহু মানুষের বাড়িঘরে পানি ঢুকেছে। অনেক মানুষ বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে নিকটাত্মিয়র বাড়িতে। এসব অঞ্চলের মানুষের চলাচলের বাহন এখন নৌকা।

পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি আরো বাড়লে রাজধানীর পূর্বপ্রান্তে বন্যার অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর