কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ ২ জনের মৃত্যু
কুমিল্লায় হিমাচল পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে খাদে পড়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।
আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চান্দিনা উপজেলার আড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, ‘লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস আড়িখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় চালকসহ ৭ জন আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও কাজী নজমুজ্জামান সহকারী পরিচালকের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের আশঙ্কাকাজনক অবস্থায় উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে এক নারীসহ দুজন মারা যান।’
নিহতদের মধ্যে শামসুন্নাহার বেগম নোয়াখালী জেলার আটগাও গ্রামের সেলিমের স্ত্রী। তবে নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।
বৈশাখী নিউজ/ জেপা