শোক দিবসে ঢাকা দক্ষিণ যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণের ওয়ার্ডে ওয়ার্ডে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) মহানগর দক্ষিণ যুবলীগ এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া শেষে দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়। পরে তিন থানার বিভিন্ন ওয়ার্ডে গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, প্রধান বক্তা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু বক্তব্যে রাখেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি সোরহাব হোসেন স্বপন, আলী আকবর বাবুল, সম্পাদকমণ্ডলী সদস্য, এমদাদুল হক এমদাদ, ফিরোজ উদ্দিন আহমেদ সায়েম, খন্দকার আরিফ-উজ-জামান, আলতাব হোসেন, খন্দকার রিয়াজ আহম্মেদ ফালানসহ অন্যান্য নেতারা।
বৈশাখী নিউজ/ ইডি