পদ্মায় ফের পানি বৃদ্ধি, বানভাসিরা চরম দুর্ভোগে

আপডেট: August 19, 2020 |
print news

আবারও বাড়ছে পদ্মা নদীর পানি। গত ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে রাজবাড়ীতে ১৫ সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে দীর্ঘ বন্যায় দুর্ভোগ শেষ না হতেই আরও দুর্ভোগে পড়েছেন পানিবন্দী হাজারো পরিবার।

জানা যায়, বন্যার পানি বৃদ্ধি পাওয়ার কারণে জেলার পাংশা, কালুখালী, সদর ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন বহু পরিবার নতুন করে পানিবন্দী হয়ে পড়েছেন। এতে করে অনেকে রাস্তায় ঠাই নিয়েছেন।

এর আগে পানি কমে যাওয়ায় ক্ষতিগ্রস্তরা বাড়িতে উঠতে থাকেন। কিন্ত গত তিনদিনে ১৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পাওয়ায় ফের বন্যার কবলে পড়েছেন জেলাবাসী।

এদিকে, দীর্ঘ একমাসের বেশি সময়ের বন্যায় অনেকে পরিবার পরিজন ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর