গুলশান শপিং সেন্টারে আগুন

আপডেট: September 11, 2020 |
Boishakhinews 59
print news

রাজধানীর গুলশান শপিং সেন্টারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার মাহামুদ। তিনি বলেন, রাত সাড়ে ৩টার দিকে গুলশান-১ এ অবস্থিত গুলশান শপিং সেন্টারের ছয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি, বিস্তারিত পরে জানা যাবে।

তিনি আরও জানান, গুলশান শপিং সেন্টারের ছয় তলায় শমসের গার্মেন্টসের একটি ফ্লোরে এই আগুন লাগে।

তৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। তাদের ২ ঘণ্টার চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর