আজ বাংলাদেশে প্রবেশ করবে পেঁয়াজ

আপডেট: September 17, 2020 |
Boishakhinews 124
print news

ভারতের বিভিন্ন স্থল বন্দরে আটকেপড়া পেঁয়াজের ট্রাক আজ বাংলাদেশে প্রবেশ করবে।

গতকাল বুধবার সন্ধ্যায় ভারতের দেশের শুল্ক বিভাগ এ সিদ্ধান্তের কথা জানায়।

জানা যায়, হিলি সীমান্ত দিয়ে সকাল ১১টার দিকে আটকেপড়া পেঁযাজের ট্রাক আসবে।

এদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ জানান, মৌখিকভাবে তারা বিষয়টি জেনেছেন। ১৬৫ ট্রাকের পেঁয়াজ আটকে রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ঘোজাডাঙ্গা স্থলবন্দরে। আগেই এলসি করা আমদানিকরা এসব পেঁয়াজের মুল্য ৩০০ মার্কিন ডলার থেকে ৪০০ মার্কিন ডলার।

গত সোমবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশি বাণিজ্য অধিদপ্তর পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশে পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দেয়। একদিনের ব্যাবধানে প্রতি কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বৃদ্ধি পায়।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর